বশিরুজ্জামান, ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বর্নাঢ্য আয়োজনে দেশের ১ম সারির জাতীয় দৈনিক সংবাদ প্রকাশনার হীরক জয়ন্তি উদযাপিত হয়।
২৭ মে মঙ্গলবার ঈদগাহ্ প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ প্রতিনিধি ও প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ আশফাক উদ্দীন এর আয়োজনে র্যালি ও আলোচনা সভা পরবর্তী কেক কেটে সংবাদ এর প্রকাশনার ৭৫ বর্ষপুর্তি উদযাপন করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সহকারি ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুল ইসলাম সাইফ, এজেন্সি পরিচালক জালাল উদ্দীন, সহকারি এজেন্সি পরিচালক পারভিন আক্তার, ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সরোয়ার, তরুণ উদ্যোক্তা ফহাদ বিন কবির, সংবাদকর্মী এম বজলুর রহমান, ঈদগাহ্ প্রেসক্লাব সভাপতি বশিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সায়মন সরওয়ার কায়েম, অর্থ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, নির্বাহী সদস্য রবিউল আলম রবি প্রমুখ।
বাংলার আপামর জনতার সাথে প্রকাশনার দ্বীর্ঘ ৭৫ বছরের পথচলা দৈনিক সংবাদ এর পক্ষ থেকে ঈদগাঁও উপজেলাসহ দেশ-বিদেশের পাঠক ও শুভাকাঙ্খীদের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা প্রতিনিধি মোঃ আশফাক উদ্দীন আরফাত।