শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

ঈদগাঁওতে নবনির্মিত মসজিদের নামফলক গেইটে মেম্বারের নাম দেওয়ায় ক্ষুদ্ধ মুসল্লীরা

ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ৮নং ওয়ার্ড ঢালারদোয়ার নামক এলাকায় নবনির্মিত একটি মসজিদ কমপ্লেক্সের নাম সম্বলিত গেইটে স্থানীয় মেম্বার মোহাম্মদ নাঈম (প্রকাশ রোহিঙ্গা মেম্বার) নিজেকে মসজিদ ব্যাবস্থাপনা কমিটির প্রধান হিসেবে উল্লেখ করাকে কেন্দ্র করে ২৬ আগষ্ট মঙ্গলবার রাতে মেম্বারের পরিবারের সাথে স্থানীয় মুসল্লীদের বাকবিতন্ডা হয়। মুসল্লীদের দাবি আল্লাহর ঘর মসজিদের গেইটে কোন ব্যাক্তি বিশেষের নাম থাকতে পারবে না। আর নিজেকে সকল ক্ষমতার কেন্দ্র বিন্দু ভেবে মসজিদ ব্যবস্থাপনা কমিটির প্রধান হিসেবে মেম্বারের নাম মসজিদের গেইটে দেওয়া যাবে না। এক পর্যায়ে মেম্বারের পরিবারের উগ্রবাদী আচরনের প্রতিবাদে মুসল্লীরা মেম্বার নাঈম ও তার পরিবারে বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে।
অনুসন্ধানে জানা যায়- নবনির্মিত মসজিদটি বৃহত্তর খোদাইবাড়ী, ওয়াহেদরপাড়া, ঢালারদোয়ার ও আওলিয়াবাদের কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন এবং ঢালারদোয়ার এলাকার ৯টি সমাজ ব্যবস্থাপনা কমিটির সমন্বিত কেন্দ্রীয় জামে মসজিদ। পুরাতন মসজিদ ভবন ভেঙে নতুন করে মসজিদ কমপ্লেক্স ভবন নির্মাণে সৌদি আরব থেকে অনুদানের ব্যবস্থা করে দেয় মেম্বার নাঈম। স্থানীয় মেম্বার হয়েও ৯টি সমাজ ব্যবস্থাপনা কমিটি থেকে প্রায় ১৭ লাখ টাকা কমিশন নিয়েছে মেম্বার ও তার পরিবারের সদস্যরা। জানা যায় তাদের পেশায় হচ্ছে সৌদি সংস্থার নাম ভাঙ্গিয়ে মসজিদ-মাদ্রাসায় ভবন করে দিয়ে কমিশন বানিজ্য করা। এবং অনুসন্ধানে আরো জানা যায় মেম্বার নাঈম ও তার পরিবারের সকলেই সংস্থার সাথে জড়িত রোহিঙ্গা বংশোদ্ভূত। তাদের দৃশ্যমান কোন আয় না থাকলেও তারা শত কোটি টাকার মালিক ! এলাকায় ধনী রোহিঙ্গা পরিবার হিসেবে য়খুব নামডাকও আছে। জেলা আ’লীগ নেতা মুজিবুর রহমান ও আ’লীগ সাংসদ কমলের সাথে রোহিঙ্গা বংশোদ্ভূত এ পরিবারের ঘনিষ্ঠতা রয়েছে। কয়েক বছর আগে দুদকের মামলার প্রতিবেদনের প্রেক্ষিতে রোহিঙ্গা বংশোদ্ভূত মোঃ নাঈমসহ তাদের পরিবারের ১৩টি পাসপোর্ট বাতিল করে পাসপোর্ট অধিদপ্তর। তথ্য গোপন করে বানানো বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রও বাতিল প্রক্রিয়াধীন আছে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবেদককে বলেন স্থানীয় মুসল্লীরা গেইটে মেম্বারের নাম দেওয়ার প্রতিবাদে রাতে মিছিল করেছে। দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা হলেও অপ্রীতিকর কোন ঘটনা ঘটে নি।
মেম্বার নাঈম জানান সংস্থা থেকে অনুদান এনে ঢালারদোয়ার মসজিদটি নির্মাণ করি। মসজিদের নামফলক সম্বলিত গেইটে আমার নাম ব্যবহারকে কেন্দ্র করে মুসল্লীরা আমার হাফেজ ভাইয়ের উপর হামলা করে। হামলা ঢাকতেই মুসল্লীরা বিক্ষোভ মিছিলের নাটক করে।

সর্বাধিক পঠিত