চিটাগং ট্রিবিউন ডেস্ক
বশিরুজ্জামান, ঈদগাঁও প্রতিনিধি: ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে অবৈধভাবে বালি উত্তোলনের ফলে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সেই গর্তের পানিতে ডুবে সিদরাতুল মুনতাহা (৪) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
১০ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১ টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মধ্যম গজালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি এই এলাকার মোঃ সাগরের কন্যা।
শিশুটির পিতা মোঃ সাগর জানান, বালু উত্তোলন কারীরাই শিশুটির মৃত্যুর জন্য দায়ী। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মছিউর রহমান শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান।