ঈদগাঁওতে ফুলেশ্বরী নদীর বুকে গড়ে তোলা অবৈধ স্থাপনায় উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

ঈদগাঁও প্রতিনিধি
ঈদগাঁওতে ফুলেশ্বরী নদী দখল করে নির্মিত অবৈধ স্থাপনা অবশেষে উচ্ছেদ করে উপজেলা প্রশাসন।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল জব্বার ও ঈদগাঁও থানার পুলিশ ফোর্স অংশ নেয়।
দেখা যায়, ঈদগাঁও ছাগলবাজার এলাকার নদীর পাড় ঘেঁষে নির্মিত গাইডওয়াল ও স্থাপনার কিছু অংশ ভেঙে দেওয়া হয়। প্রশাসনের এ উদ্যোগে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা ফুলেশ্বরী নদীর দুই পাড় দখল করে একের পর এক স্থাপনা গড়ে তুলছিল। এতে নদীর প্রস্থ কমে যাওয়া ও পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় এলাকা জুড়ে জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়।
সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা বলেন,নদীর জায়গা দখল করে কেউ স্থাপনা নির্মাণ করলে তা সহ্য করা হবেনা। ফুলেশ্বরী নদী রক্ষায় নিয়মিত অভিযান চলবে।”
এদিকে স্থানীয় পরিবেশবাদী সংগঠনগুলো প্রশাসনের এ পদক্ষেপকে ‘সাহসী উদ্যোগ’ বলে অভিহিত করেছে। তারা নিয়মিত মনিটরিং ও নদীর দুই তীরে সীমানা পিলার স্থাপনের দাবি জানিয়েছেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, এই অভিযানের মাধ্যমে ফুলেশ্বরী নদী দখলমুক্ত হয়ে আবারও তার স্বাভাবিক প্রবাহ ও সৌন্দর্য ফিরে পাবে।