সোমবার, ডিসেম্বর ১, ২০২৫

ঈদগাঁওতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

 ঈদগাঁও প্রতিনিধি
বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উপলক্ষে ঈদগাঁওতে হাত ধোয়ার কৌশল প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) উপজেলার মেহেরঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার বিমল চাকমা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন  জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুর হাসান ও উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসাইন ভূঁইয়া। সভায় জনস্বাস্থ্য রক্ষায় হাত ধোয়ার উপকারিতা নিয়ে সচেতনতামূলক আলোচনাসহ হাত ধোয়ার কলাকৌশল প্রদর্শন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বাধিক পঠিত