প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২৫, ১২:১০ পূর্বাহ্ণ
ঈদগাঁওতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই হাসপাতালে ৫০ হাজার টাকা জরিমানা
ঈদগাঁও প্রতিনিধি
ঈদগাঁওতে দুইটি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।
কক্সবাজার অঞ্চলের সহকারী পরিচালক মোঃ হাসান আল মারুফের নেতৃত্বে জেলা প্রশাসন কক্সবাজারের সহযোগিতায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে ঈদগাঁও বাজার এলাকার ঈদগাঁও আধুনিক হাসপাতালকে ৪০ হাজার ও ঈদগাঁও বাসস্টেশন গরু বাজার এলাকার আল হারামাইন হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে হাসপাতালের ল্যাবে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নিয়ে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছিল। একই সঙ্গে ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। ডেঙ্গু টেস্টে অতিরিক্ত ফি আদায় ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ঈদগাঁও আধুনিক হাসপাতালকে ৪০ হাজার এবং ল্যাবে মেয়াদোত্তীর্ণ টেস্ট কিট থাকায় আল হারামাইন হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী সহকারী পরিচালক মোঃ হাসান আল মারুফ জানান, একটি সেবামূলক প্রতিষ্ঠানে এই ধরনের অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনস্বাস্থ্য রক্ষায় ভোক্তা অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত