প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৬:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ৪:০৯ অপরাহ্ণ
ঈদগাঁওতে ভ্রাম্যমান আদালতের অভিযান ফার্মেসিসহ ৩ দোকানে জরিমানা!
বশিরুজ্জামান, ঈদগাঁও
ঈদগাঁও উপজেলার ঈদগাঁও বাসস্টেশনে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ফ্রুটসের দোকানে মূল্য তালিকা না রাখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ফার্মেসি ও তিনটি ফলের দোকানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার অঞ্চলের সহকারী পরিচালক মোঃ হাসান আল মারুফের নেতৃত্বে এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ঈদগাঁও বাসস্টেশনস্থ পপুলার ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমাণ হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বাসস্টেশন থাকা তিনটি ফ্রুটসের দোকানে ফলের নামসহ নির্ধারিত মূল্য তালিকা না থাকায় ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী পরিচালক মোঃ হাসান আল মারুফ বলেন,“একটি সেবামূলক প্রতিষ্ঠানে এমন অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনস্বাস্থ্য রক্ষায় আমাদের অভিযান চলমান থাকবে। ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।”
এ সময় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সতর্কবার্তা প্রদান করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত