প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ৬:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২৫, ১১:৫৭ অপরাহ্ণ
ঈদগাঁও জালালাবাদে অস্ত্র ঠেকিয়ে গরু ডাকাতি : আতংকে এলাকাবসী!
বশিরুজ্জামান, ঈদগাঁও
ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে অস্ত্রের মুখে চারটি গরু ডাকাতি করেছে সংঘবদ্ধ ডাকাতদল। মঙ্গলবার (৮ই জুলাই) জালালাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ছাতিপাড়া গ্রামের আবদু ছমদের গোয়াল ঘর থেকে গরু গুলো ডাকাতি হয়।
নাম্বারবিহীন ও অবৈধ ডাম্পারযোগে এসব গরু নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, ফজরের আজানের সময় একই এলাকার বেলালের ঘরে গিয়ে পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলে ১০/১২ জনের ডাকাত দল। তখন তারা বন্দুক ঠেকিয়ে বাড়ির গেইট ভাংচুর করলে বেলাল তাদের ডাকাত বলে সন্দেহ করে চ্যালেঞ্জ করলে পিছু হঁটে৷ এরপর আবদু ছমদের গোয়ালঘর থেকে চারটি গরু গাড়িতে তুলে চলে যায় অস্ত্রধারী ডাকাতরা।
ঈদগাঁওর সচেতন মহল জানান, অনিবন্ধিত ও অবৈধ নাম্বার বিহীন ডাম্পার-পিকআপ গরু চুরিসহ বিভিন্ন অপরাধকর্মে ব্যবহৃত হচ্ছে। এর আগেও চান্দের ঘোনা ও মেহের ঘোনাসহ আরো বিভিন্ন এলাকা থেকে অবৈধ ডাম্পারযোগে গরু চুরি হয়েছে। কিন্তু ট্রাফিক পুলিশের মাসোহারা বাণিজ্যের কারণে অবৈধ এসব ডাম্পার ধরা ছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছে ।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মছিউর রহমান বলেন, গরু ডাকাতির সংবাদ পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় ভূক্তভোগীরা মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত