প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১০:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৯:৪৬ অপরাহ্ণ
ঈদগাঁও মডেল মসজিদ নির্মাণের জমি পরিদর্শনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়!
বশিরুজ্জামান, ঈদগাঁও
কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলায় ঈদগাঁও মডেল মসজিদ নির্মাণের জন্য দানকৃত জমি পরিদর্শন করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।
গতকাল ৫ই জুলাই শনিবার বিকেল ৪টায় প্রতিনিধি দলের সদস্যরা পরিদর্শনে আসেন। এ সময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খাঁন, প্রতিটি জেলা ও উপজেলায় ১টি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ শহীদুল আলম, উক্ত প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (অতিঃ দাঃ) মোঃ জাকির হোসেন, ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের নবাগত উপ-পরিচালক মোঃ আবু তালহা, বিদায়ী উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ফাহমিদা বেগম, ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমাসহ উপস্থিত ছিলেন ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেফাজত উল্লাহ নদভীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নির্ধারিত জমি পরিদর্শন শেষে লাল পতাকা টাঙিয়ে ঈদগাঁও মডেল মসজিদের সীমানা নির্ধারণ করে দেয়া হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত