প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ২:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ণ
উখিয়ায় নারীর বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার
চিটাগং ট্রিবিউন ডেস্ক
কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের তচ্ছাখালী ব্রিজের পাশের খাল থেকে এক অজ্ঞাত নারীর বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।
ওসি জিয়াউল হক স্থানীয়দের বরাত দিয়ে জানান, সন্ধ্যার দিকে তচ্ছাখালী ব্রিজের পাশের খালে একটি পরিত্যক্ত বস্তা থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়তে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে। বস্তা খুলে দেখা যায় অর্ধগলিত অবস্থায় এক নারীর মরদেহ। লাশটি পচে যাওয়ায় চেহারা বিকৃত হয়ে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, অন্তত এক সপ্তাহ আগে দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে লাশ বস্তাবন্দী করে সেখানে ফেলে রেখে যায়।
ওসি জিয়াউল হক জানান, কারা, কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা নিশ্চিত নয়। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত