শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

উখিয়া’র ছুরিকাঘাতে যুবক আহত

নিজস্ব প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং খেওয়া ছড়ি এলাকায় পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে হামিদুর রহমান (২২) এক যুবক মারাত্বকভাবে আহত হয়েছে। আহত যুবক কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় উখিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭ টার দিকে খেওয়াছড়ি কবরস্থানের পশ্চিম পাশে^ এ হামলার ঘটনা ঘটে। আহত যুবক হামিদুর রহমান উখিয়া হলদিয়া পালং খেওয়া ছড়ি মসজিদ ঘাটা এলাকার জালাল আহমদের ছেলে।
হামলাকারীরা হলেন, একই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে সোনা আলী, সোনা আলীর ছেলে মনছুর আলম, মোজাম্মেল হক ও মৃত মালেকুজ্জামানের ছেলে বেলাল উদ্দিন সহ ৬-৭ জন। তবে মূল ছুরিকাঘাতকারী হলেন, সোনা আলীর ছেলে মনছুর আলম। তারা তার বুকের নীচে বাম পাশে ছুরিকাঘাত করে।

এ বিষয়ে আহতের বড় ভাই মো: ইসমাইল জানান, পূর্ব পরিকল্পিত ভাবে তার ভাইকে হত্যার উদ্দেশ্যে এ ঘটনা করা হয়। এ ঘটনায় উখিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আহতের পরিবার জানায়, হামলাকারীরা এরই মধ্যে পুনরায় হুমকি-ধমকি দিচ্ছে। এদিকে আহতের অবস্থা আশংকাজনক। তারা হামলাকারীদের বিচার ও জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

 

সর্বাধিক পঠিত