প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৫:০২ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২০, ২০২৫, ৭:০৩ অপরাহ্ণ
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রাজনৈতিক নেতাদের দখলে বনভূমি, চলছে অবৈধ বাজার ও কোটি টাকার ব্যবসা
রিদুয়ানুল হক সোহাগ
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বন বিভাগের জমিতে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট ও বাজার। চিটাগং ট্রিবিউনের অনুসন্ধানে জানা গেছে, স্থানীয় প্রভাবশালী নেতারা সিন্ডিকেট গড়ে এই বনভূমি দখল করে কোটি টাকা আয় করছেন।
পালংখালী ইউনিয়নের ১৩ ও ১৯ নম্বর ক্যাম্পে অবৈধভাবে গড়ে উঠেছে আলমগীর বাজার, সরওয়ার বাজার ও আলম বাজার। স্থানীয় শ্রমিক লীগ নেতা আলমগীর, যুবলীগ নেতা সরওয়ার ও ছাত্রলীগ নেতা নিশান এই বাজারগুলো নিয়ন্ত্রণ করছেন।
অভিযোগ আছে, এসব বাজার থেকে আয় করা টাকা দিয়ে তারা ছিনতাইকারী ও ডাকাত দলের পৃষ্ঠপোষকতা করছেন। রোহিঙ্গা ক্যাম্পে তাদের নিয়ন্ত্রণে রাসেল ও মিজান বাহিনী দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করা হচ্ছে।
স্থানীয়রা জানাচ্ছেন, রোহিঙ্গাদের আগমনের আগে বন বিভাগের জায়গা লিজ নিয়ে চারা রোপণ ও বিক্রি করেই জীবিকা নির্বাহ করতেন। বর্তমানে রাজনৈতিক প্রভাবশালী নেতারা সেই জমি দখল করে বাজার তৈরি করেছেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশীদাররা বন বিভাগের কাছে উচ্ছেদ অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন। মোহাম্মদ সোহেল, ছাত্র প্রতিনিধি, বলেন, “ক্যাম্পের ভিতরে অবৈধ বাজার থাকলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা অসম্ভব হবে।”
উখিয়া রেঞ্জের বন কর্মকর্তা আব্দুল মান্নান জানান, “বনভূমি দখল করে দোকানপাট ও বাসাবাড়ি নির্মাণ করা হয়েছে। শিগগিরই তালিকা তৈরি করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।”
ক্যাম্প ইনচার্জ আল ইমরান জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন, যাতে রোহিঙ্গা ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ এড়ানো যায়
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত