শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

উত্তরণ আবাসিক এলাকায় চাকমা নারী ধর্ষণের শিকার, স্বামী নিহত: ঘাতক বীরেল চাকমা আটক

রাজিন সালেহ
কক্সবাজার শহরের কলাতলী সংলগ্ন উত্তরণ আবাসিক এলাকায় স্বামীকে কুপিয়ে হত্যা ও স্ত্রীকে ধর্ষণের ভয়াবহ ঘটনা ঘটেছে। নিহতের নাম রঞ্জন চাকমা (৫৫)। ঘাতক বীরেল চাকমা (৫৪) কে পালানোর সময় স্থানীয়রা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস জানান, নিহত রঞ্জন চাকমা ও ঘাতক বীরেল চাকমা পরিবার নিয়ে পাশাপাশি বসবাস করতেন। ঘটনার রাতে মদ্যপ অবস্থায় বীরেল চাকমা রঞ্জনের স্ত্রীকে কু-প্রস্তাব দেন। এতে বাধা দিলে ধারালো ছুরি দিয়ে রঞ্জনকে কুপিয়ে হত্যা করে এবং তার স্ত্রীকে ধর্ষণ করে।
ওসি আরও বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধর্ষণের আলামত থাকায় রঞ্জনের স্ত্রীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে ঘাতক পুলিশ হেফাজতে রয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের স্ত্রী পাশের ফ্ল্যাটে ভাড়া থাকতেন। হঠাৎ তার চিৎকার শুনে বের হয়ে দেখা যায় তিনি রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন আর স্বামীর লাশ মেঝেতে পড়ে আছে। এসময় এলাকাবাসী ধাওয়া করে ঘাতক বীরেলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
পুলিশ জানায়, কয়েক মাস আগে রঞ্জন ও বীরেল চাকমা পরিবারসহ রাঙামাটি থেকে কক্সবাজারে আসেন। তারা স্থানীয় একটি সুপারি বাগানে দিনমজুরের কাজ করতেন।
নৃশংস এই হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সর্বাধিক পঠিত