উন্নয়নের জোয়ারে কক্সবাজার, তবুও উচ্চশিক্ষায় পিছিয়ে: সরকারকে শিবির সভাপতির প্রশ্ন

তারেক আজিজ তানভীর
কক্সবাজারে যেকোনো মানের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার সভাপতি আব্দুর রহিম নূরী।
রবিবার (১৯ অক্টোবর) সকালে কক্সবাজার সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এই দাবি জানান তিনি।
সভাপতি আব্দুর রহিম নূরী বলেন,“আমরা সরকারকে বিনীতভাবে অনুরোধ করছি কক্সবাজারে সাধারণ বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় অথবা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেকোনো একটি প্রতিষ্ঠা করা হোক। বান্দরবানের মতো দূর্গম এলাকায় যদি বিশ্ববিদ্যালয় হতে পারে, তাহলে কক্সবাজারে নয় কেন?”
তিনি বলেন, কক্সবাজারের ভৌগোলিক অবস্থান, পর্যটন সম্ভাবনা, আন্তর্জাতিক সংযোগ ও উন্নয়ন প্রকল্পগুলোর কারণে এখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সময়ের দাবি হয়ে উঠেছে। “এই দাবি কোনো অযৌক্তিক অনুরোধ নয়; বরং কক্সবাজারবাসীর ন্যায্য অধিকার,” যোগ করেন তিনি।
শিবির সভাপতি আরও বলেন, “আন্তর্জাতিক বিমানবন্দর, মহেশখালীর মাতারবাড়িতে ১২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসহ কক্সবাজারে একের পর এক জাতীয় ও আন্তর্জাতিক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। অথচ এই বিশাল সম্ভাবনার জেলায় উচ্চশিক্ষা ও গবেষণার জন্য কোনো জাতীয় প্রতিষ্ঠান নেই। সরকারের নিজস্বভাবে যোগ্য কর্মকর্তা ও পরিচালক তৈরির কোনো পরিকল্পনা আছে কিনা, তা নিয়েও প্রশ্ন রয়েছে।”
তিনি আরও মন্তব্য করেন, “বিদেশ থেকে যারা এসে এসব বৃহৎ প্রকল্প পরিচালনা করেন, তাদের মধ্যে দেশের প্রতি দায়বদ্ধতা ও কাজের প্রতি ভালোবাসা তুলনামূলকভাবে কম থাকে। অথচ স্থানীয় মেধাবীদের সুযোগ দিলে তারা আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারতেন।”
শেষে আব্দুর রহিম নূরী বলেন, “পটুয়াখালী, নোয়াখালী এমনকি পার্বত্য বান্দরবানে যখন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে, তখন কক্সবাজারের মতো গুরুত্বপূর্ণ ও কৌশলগত জেলায় এখনো একটি বিশ্ববিদ্যালয় না থাকা দুঃখজনক।”
তিনি সরকারের প্রতি আহ্বান জানান, কক্সবাজারের তরুণ প্রজন্মের শিক্ষাগত ও মানবসম্পদ উন্নয়নের স্বার্থে দ্রুত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক।