প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১১:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৫, ৬:০৪ অপরাহ্ণ
একাধিক মামলার আসামি মহেশখালীর যুবলীগ নেতা নজরুল ইসলামকে ধরে পুলিশে দিলেন বৈষম্যবিরোধী ছাত্ররা
নিজস্ব প্রতিবেদক
চাঁদাবাজি, জমি দখল, প্যারাবন দখল ও অস্ত্র বাণিজ্যের অভিযোগে অভিযুক্ত শাপলাপুর ইউনিয়নের যুবলীগ নেতা একাধিক মমলার আসামি নজরুল ইসলামকে কক্সবাজারে আটক করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। পরে তাকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়।
বুধবার (২ জুলাই) দুপুর ১টার দিকে কক্সবাজার শহরের দিল্লি কিচেন থেকে নজরুল ইসলামকে ধরে থানায় নিয়ে যান সংগঠনের সদস্যরা।
আটক নজরুল ইসলাম মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি। তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে ১৯ জুন শাপলাপুরের বাসিন্দা লোকমান সরওয়ার একটি মামলা দায়ের করেন। মামলায় নজরুল ইসলামকে ৫ নম্বর আসামি করা হয়েছে। এছাড়াও তিনি একাধিক মামলার আসামি।
কক্সবাজার সদর মডেল থানার পুলিশ জানিয়েছে, নজরুল ইসলামের বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে ছাত্ররা ধরে থানায় সোপর্দ করেছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সদস্যরা বলেন, নজরুল ইসলাম শাপলাপুরে যুবলীগের নেতৃত্বে থাকাকালীন সময় প্যারাবন দখল, অস্ত্র ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। তার অপকর্মের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অংশ হিসেবে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
স্থানীয়দের অনেকেই নজরুল ইসলামের বিরুদ্ধে আগে থেকেই নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ করে আসছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত