সোমবার, ডিসেম্বর ১, ২০২৫

এডাবের উদ্যোগে ৩ দিনের আইসিটি প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

উম্মে হাবিবা শিরু

কক্সবাজারে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সি ইন বাংলাদেশ (এডাব)-এর উদ্যোগে তিন দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

বৃহঃপতিবার (৩০ অক্টোবর)  বিকেলে প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে।

গেলো ২৮ ও ২৯  অক্টোবর লাবনী পয়েন্টের একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন পালস কক্সবাজারের প্রধান নির্বাহী আবু মোর্শেদ চৌধুরী খোকন।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকসহ মোট ৩৪ জন অংশগ্রহণকারী অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডাব কক্সবাজারের নির্বাহী পরিচালক সুব্রত দত্ত।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন প্রশিক্ষক পলাশ সাহা, সৈয়দ আবু মাযহার ও জেসমিন সুলতানা পারু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডাবের পরিচালক এ.কে.এম. জসীমউদ্দিন এবং মুক্তি কক্সবাজারের উপনির্বাহী পরিচালক সৈয়দ লুৎফর কবীর। সঞ্চালনা করেন এডাবের কর্মসূচি পরিচালক কাউসার আলম কনক।

কক্সবাজার থেকে অংশগ্রহণ করেন সংবাদকর্মী আইরিন আক্তার, রোকসানা সুমি, শাহেদ মিজান ও আমিরুল ইসলাম রাশেদ।

প্রশিক্ষণ শেষে আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে তরুণ সাংবাদিক ও উন্নয়নকর্মীদের আইসিটি দক্ষতা বৃদ্ধি পাবে, যা তথ্যপ্রযুক্তিনির্ভর উন্নয়ন কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখবে।

সর্বাধিক পঠিত