শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

কক্সবাজারের রামুতে বাস-প্রাইভেট কার সংঘর্ষে নিহত বেড়ে ৪

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের রামুতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা গেছেন। এ নিয়ে একই পরিবারের চার সদস্যের প্রাণহানি ঘটল।
সোমবার (২৫ আগস্ট) সকালে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. সুমাইয়া (৩৩) ও তার মা সালমা আহমেদ (৬০)। এর আগে দুর্ঘটনার দিনই ডা. সুমাইয়ার ভাই ব্যারিস্টার ইয়াসিন আহমেদ (৩৪) ও তার তিন বছরের সন্তান ইয়াজান মারা যান। তারা ঢাকার উত্তর যাত্রাবাড়ীর বাসিন্দা হলেও গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়।
রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, রোববার সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী বিনোদন কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামগামী মারশা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারকে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই একজন মারা যান এবং পাঁচজন গুরুতর আহত হন।
আহতদের প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তিন বছরের ইয়াজানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মা ও মেয়ের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত আরও দুজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সর্বাধিক পঠিত