প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১০:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ১:০৪ অপরাহ্ণ
কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযান: সিমেন্ট-ঔষধসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ
শহিদুল ইসলাম, উখিয়া-টেকনাফ
কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪ সেপ্টেম্বর রাতে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার অভিযান পরিচালনা করে। এসময় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৪ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ১৯৭ বস্তা সিমেন্ট, ১৯৭ কেজি লোহার পেরেক, ১,১১৬ পিস জর্দ্দা ও ১৩০ কার্টুন ঔষধ জব্দ করা হয়। পাচার কাজে ব্যবহৃত একটি ফিশিং বোটও জব্দ করে কোস্ট গার্ড।
অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানানো হয়।
জব্দকৃত মালামাল ও নৌযান আইনি প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম চলছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, মাদক ও চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত