শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

কক্সবাজারে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ: শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারে দপ্তরের বিদ্যুৎ গ্রাহকদের সতর্কবার্তা দিয়ে জানানো হয়েছে যে, আগামী ২১ জুন ২০২৫ ইং, শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্ধারিত সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ (বিউবো), কক্সবাজার দপ্তর থেকে জানানো হয় যে, চলমান বর্ষা মৌসুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ৩৩/১১ কেভি গ্রীড, কলাতলী ও মোটেল রোড সাবস্টেশনে জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ হাতে নেয়া হয়েছে। এই কাজের জন্যই নির্ধারিত সময় পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে কক্সবাজার সদরের বিভিন্ন এলাকায়।
বিঃদ্রঃ যদি নির্ধারিত দিনে প্রচুর বৃষ্টিপাত বা দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা দেয়, তাহলে কাজটি পরবর্তী সময়ে সম্পন্ন করা হবে।
বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ কক্সবাজার তাদের গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং সকলের সহযোগিতা কামনা করেছে।
নির্বাহী প্রকৌশলী
বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ, কক্সবাজার

সর্বাধিক পঠিত