শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

কক্সবাজারে দুর্গাপূজা প্রস্তুতি সভায় সন্ত্রাসী হামলা, আহত ৩

বার্তা পরিবেশক
কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন মল্লিকপাড়া এলাকায় দুর্গাপূজা প্রস্তুতি সভায় সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৫ আগস্ট) রাতে এ ঘটনায় সমাজ কমিটি ও পূজা উদ্‌যাপন পরিষদের তিন নেতা গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন মল্লিকপাড়া সমাজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র মল্লিক (৪১), পৌরসভার ৬নং ওয়ার্ড পূজা উদ্‌যাপন পরিষদ ও সার্বজনীন দুর্গাপূজা উদ্‌যাপন পরিষদ-২০২৫ এর সভাপতি শিমুল মল্লিক (৩৩) এবং শহর পূজা উদ্‌যাপন পরিষদের সহ-সভাপতি আপন মল্লিক (৪০)। বর্তমানে তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগিরা। এজাহারে সুবাস চন্দ্র মল্লিক উল্লেখ করেছেন, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে প্রথমে তার বাড়ির সামনে প্রকাশ্যে তাকে মারধর করা হয় এবং হত্যার হুমকি দেওয়া হয়। পরে রাত ৮টার দিকে বিজিবি ক্যাম্প মল্লিকপাড়ার বিষ্ণু মন্দির প্রাঙ্গণে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় পুনরায় হামলা চালানো হয়।
এসময় শিমুল মল্লিক লোহার রডের আঘাতে হাত ভেঙে গুরুতর আহত হন, আপন মল্লিককে লাঠিপেটা করা হয় এবং সুবাস মল্লিককে শ্বাসরোধ ও মারধরের মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়। আরও কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী লাঠিসোটা ও হাতুড়ি নিয়ে হামলায় অংশ নেয়।
আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে একদল দুর্বৃত্ত। প্রতিবাদ করলেই প্রতিশোধমূলক হামলার শিকার হতে হয়।
অভিযুক্তরা জানায়, যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তারাই অপরাধী, তারা হামলা করে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে যদিও এটি সামাজিকভাবে সমাধানের প্রক্রিয়া চলছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের পাশাপাশি আসন্ন দুর্গাপূজা উদ্‌যাপন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সর্বাধিক পঠিত