কক্সবাজারে দোকান মালিক ফেডারেশনের সভায় উত্তেজনাঃ আ.লীগ নেতা সাবেক মেয়র মাহবুবের ছবি প্রদর্শনে প্রতিবাদ

চিটাগং ট্রিবিউন ডেস্ক
কক্সবাজারে দোকান মালিক সমিতি ফেডারেশনের সাধারণ সভায় শনিবার রাতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সভায় জুলাই আন্দোলনের সময় অস্ত্র হাতে থাকা সাবেক মেয়র মাহবুবুর রহমান চৌধুরীর ছবি স্ক্রিনে প্রদর্শন ও ব্যানার টানানোকে কেন্দ্র করে এই পরিস্থিতি তৈরি হয়।
সভায় উপস্থিত সূত্র জানায়, ফেডারেশনের সাধারণ সভা চলাকালে বড় পর্দায় সাবেক মেয়রের ছবি দেখানো হলে জুলাই যোদ্ধা মোহাম্মদ খালিদ বিন সাঈদ মাইক্রোফোন হাতে নিয়ে তীব্র প্রতিবাদ জানান। তিনি প্রশ্ন তোলেন “যিনি ২৪শের গণঅভ্যুত্থানে হামলাকারী হিসেবে পরিচিত, তাঁকে কিভাবে এখনো সভাপতি পদে রেখে এমন অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে?”
তার এই বক্তব্যের পর সভায় উপস্থিত ব্যবসায়ী সংগঠনের দুইজন সদস্য খালিদের ওপর হামলার চেষ্টা চালান বলে জানা গেছে। উপস্থিত নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও মুহূর্তের জন্য পুরো সভাকক্ষ উত্তপ্ত হয়ে ওঠে।
এদিকে, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকে এটিকে “গণঅভ্যুত্থানের চেতনার অবমাননা” বলে মন্তব্য করেছেন। ছাত্র প্রতিনিধিরা এক ফেসবুক পোস্টে লেখেন,“কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সাধারণ সভা! আপনাদের কাছে প্রশ্ন ২৪শের গণঅভ্যুত্থানের হামলাকারী আওয়ামী লীগের দোসর মো. মাহবুবুর রহমান চৌধুরীকে কিভাবে এখনো সভাপতি পদে বহাল রেখে এত বড় অনুষ্ঠান করা হচ্ছে?”
ঘটনার পর থেকে স্থানীয় ব্যবসায়ী ও নাগরিক সমাজে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। অনেকে ফেডারেশনের নেতৃত্ব কাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ কেউ বিষয়টিকে রাজনৈতিক বিভাজনের প্রতিফলন হিসেবে দেখছেন।
তবে এখনো ফেডারেশনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।