সোমবার, ডিসেম্বর ১, ২০২৫

কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার, ২২ অক্টোবর ২০২৫:
কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে আজ জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কক্সবাজার জেলা শাখা।
স্মারকলিপিতে বলা হয়, পর্যটন নগরী হিসেবে খ্যাত কক্সবাজার জেলা দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। এখানকার আন্তর্জাতিক বিমানবন্দর, রেল স্টেশন, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং ট্যুরিজম পার্কসহ বিভিন্ন মেগা প্রকল্প এই জেলার সম্ভাবনাকে বহুগুণে বাড়িয়ে তুলেছে। প্রতিবছর লক্ষ লক্ষ দেশি-বিদেশি পর্যটকের আগমন এবং বিপুল রাজস্ব আয় সত্ত্বেও জেলার শিক্ষা পরিকাঠামো এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, দেশের প্রায় সব জেলায়ই ইতোমধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও, কক্সবাজারে এখনো কোনো সরকারি বিশ্ববিদ্যালয় নেই। ফলে এখানকার শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য দূরদূরান্তে যেতে বাধ্য হচ্ছে। এতে তাদের সময়, অর্থ ও মানসিক শ্রম অপচয় হচ্ছে বলে দাবি করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কক্সবাজার জেলা সভাপতি আব্দুর রহিম নূরীর নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়। তিনি জানান, “কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে উপকূলীয় অঞ্চলের উচ্চশিক্ষা আরও সম্প্রসারিত হবে, পাশাপাশি পরিবেশ, পর্যটন, মৎস্য ও সামুদ্রিক সম্পদের ওপর গবেষণায় নতুন দিগন্তের সূচনা হবে।”

সর্বাধিক পঠিত