কক্সবাজারে প্রথমবারের মতো জাতীয় পরিচ্ছন্নতা অভিযান উদযাপিত

চিটাগং ট্রিবিউন ডেস্ক
আন্তর্জাতিক হাউজকিপিং সপ্তাহ উপলক্ষে কক্সবাজার হোটেল এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হলো জাতীয় পরিচ্ছন্নতা অভিযান।
এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয় —“প্লাস্টিক ও পলিথিন বর্জন করুন – সমুদ্র সৈকতকে পরিচ্ছন্ন রাখুন”।
বিকাল ৫টায় লাবনী পয়েন্ট থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে সুগন্ধা পয়েন্ট সি প্রিন্সেস হোটেলের সামনে এসে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জেলা রিজিয়নের সাব-ইন্সপেক্টর আনিসুল ইসলাম, স্কাস টেকনিক্যাল ইন্সটিটিউটের চেয়ারম্যান মারুফ বিল্লাহ জাবেদ
কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউজ অফিসার্স এসোসিয়েশনের সভাপতি আওলাদ হোসেন ও সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, সিওর স্টে বাই বেস্ট ওয়েস্টান হোটেলের অপারেশন ম্যানেজার মোহাম্মদ মূর্তোজা
এছাড়াও বিভিন্ন হোটেলের কর্মকর্তাসহ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, কক্সবাজারের মতো আন্তর্জাতিক পর্যটন নগরীতে পরিচ্ছন্নতা রক্ষা অত্যন্ত জরুরি। এজন্য শুধু হোটেল-রেস্তোরাঁ নয়, পর্যটকদেরও সচেতন হতে হবে। তারা আহ্বান জানান যেন সমুদ্র সৈকতে প্লাস্টিক ও প্যাকেটজাত বর্জ্য না ফেলা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কক্সবাজার হোটেল এমপ্লয়িজ ইউনিয়ন এর সদস্য সচিব রোকন আহমেদ এবং সভাপতিত্ব করেন আহবায়ক নাজিম উদ্দিন।
এই প্রথমবার কক্সবাজারে জাতীয় পরিচ্ছন্নতা অভিযান উদযাপনের মাধ্যমে হাউজকিপিং সপ্তাহে নতুন দৃষ্টান্ত স্থাপিত হলো।