শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬

কক্সবাজারে বেড়াতে এসে নিখোঁজ ৪০ ঊর্ধ্ব এক নারী

নিজস্ব প্রতিবেদক 

কক্সবাজারে বেড়াতে এসে এক নারী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ওই নারীর বয়স আনুমানিক ৪০ বছরের বেশি বলে জানিয়েছে পরিবার।

পরিবারের সদস্যরা জানান, গত ১৬ জানুয়ারি গাজীপুরের কালীগঞ্জ থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করেন তারা। ১৭ জানুয়ারি সকাল ১১টায় কক্সবাজারের হোটেল এসএ ইন্টারন্যাশনালে চেক-ইন করেন এবং ১৯ জানুয়ারি সন্ধ্যা ৭টায় হোটেল থেকে চেক-আউট করেন।

এরপর ওই দিন সন্ধ্যা ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে কক্সবাজারের কোলাতলী পুলিশ লাইন্স এলাকা থেকে তিনি নিখোঁজ হন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পরিবার জানায়, ওই সময় তাকে চট্টগ্রাম সড়কের দিকে হাঁটতে দেখা যায়।

নিখোঁজের সময় তার পরনে ছিল কমলা রঙের সালওয়ার কামিজ। পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে কেউ কোনো তথ্য পেলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সর্বাধিক পঠিত