শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

কক্সবাজার মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

 

মোঃইব্রাহিম খলিল..কক্সবাজার

কক্সবাজারের কর্মরত বিভিন্ন গণমাধ্যমের মোবাইল জার্নালিস্ট (মোজো) ও মাল্টিমিডিয়া রিপোর্টারদের সংগঠন ‘কক্সবাজার মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন’  আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে।

বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় শহরের সাগরগাঁও হোটেলে অস্থায়ী কার্যালয় এক বৈঠক শেষে উপস্থিত সবার  সম্মতিক্রমে আগামী ২ বছরের এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সকলের সম্মতিতে সভাপতি মনোনীত করা হয় মুহিবুল্লাহ মুহিব, সম্পাদক তারেক হায়দার ও আসিফুজ্জামান সাজিনকে (এনটিভি অনলাইন) সাংগঠনিক করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়।

পর্যায়ক্রমে সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আশরাফ বিন ইউসূফ, আব্দুর রশিদ মানিক, অন্তর দে বিশাল,মুনতাহিনা মাহি। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ মোরশেদ(ইত্তেফাক অনলাইন), মিশু দাশ গুপ্ত (কালের কণ্ঠ ডিজিট) , সাইদুল ইসলাম ফরহাদ(ঢাকা পোষ্ট) ও আশহাব চৌধুরী ওশান(টিবিএস),ফাতেমা সিরাজ।

এতে সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়সাল রিয়াদ, শাহেদ হোসেন মুবিন, সরওয়ার সাকিব,সাজন বড়ুয়া সাজু ও ইব্রাহিম খলিল।

প্রচার সম্পাদকের দায়িত্ব রয়েছেন রাজিন সালেহ, সহ প্রচার সম্পাদক ওয়াহেদ হোসেন আমির।অর্থ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রিয়াজ উদ্দিন রিয়াদ, ক্রীড়া সম্পাদক আয়াছুল আলম সিফাত, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সালাউদ্দিন,আজিমা আক্তার ইমা,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জয় বৈদ্য,আপ্যায়ন বিষয়ক সম্পাদক মীর অনির(নয়াদিগন্ত ডিজিটাল),দপ্তর সম্পাদক ইয়াছিন আরাফাত,পরিবেশ বিষয়ক সম্পাদক আফজারা রিয়া।

নির্বাহী সদস্যঃ
সিয়াম সোহেল,শামিমুল ইসলাম ফয়সাল,নোমান অরুপ(এনটিভি অনলাইন),সাজন বড়ুয়া,নাবিলা,হৃদি,মাইশা।

সাধারণ সদস্যঃ
মুক্তাদিল জয়,সাইদুর রহমান শিমুল,তানিম চৌধুরী, আরিফ,রিদুয়ান সোহাগ,রিকন বড়ুয়া,রাজু দাশ,আানাছুল হক,সাইদুল আফনান।

উপজেলা সংগঠনঃ
আবুল কাশেম (এনটিভি অনলাইন কুতুবদিয়া),শওকত ইসলাম(কালের কণ্ঠ ডিজিটাল রামু),রকিয়ত উল্লাহ(কালের কণ্ঠ মহেশখালী),শামিমুল ইসলাম ফয়সাল(উখিয়া),নোমান অরুপ(এনটিভি অনলাইন টেকনাফ) সাইফুল সাইফ(চকরিয়া),আবু বক্কর(ঈদগাঁও)।

সর্বাধিক পঠিত