কক্সবাজার শহর ১১নং ওয়ার্ড পৌর শাখা (দক্ষিণ) স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার পৌর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন ১১নং ওয়ার্ড (দক্ষিণ শাখা) স্বেচ্ছাসেবক দলের ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দলীয় প্যাডে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন কক্সবাজার পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান সিকদার ও সদস্য সচিব মো. ওমর ফারুক।
নবগঠিত কমিটিতে মেহেদী হাসান ইরফানকে সভাপতি, আমির সোহেলকে সাধারণ সম্পাদক এবং মোঃ নেজাম উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, পূর্বের কমিটি বিলুপ্ত করে সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে এ নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। এসময় পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান সিকদার বলেন, “দলকে আরও শক্তিশালী ও মাঠপর্যায়ে কার্যকর করতে তরুণ ও উদ্যমী কর্মীদের নেতৃত্বে আনা হয়েছে। আমরা আশা করছি নতুন কমিটি দলের কর্মকাণ্ডে নতুন উদ্দীপনা যোগ করবে।”
সদস্য সচিব মো. ওমর ফারুক বলেন,“স্বেচ্ছাসেবক দলের মূল লক্ষ্য হচ্ছে সংগঠনকে ঐক্যবদ্ধ রাখা এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা। এই নতুন কমিটি সে দায়িত্ব সঠিকভাবে পালন করবে বলে আমরা বিশ্বাস করি।”
নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি-ওয়াসিয়াম নূর সামিন,সহ-সভাপতি, সাকিবুল হোসেন হৃদয়,নুরুল হাকিম। সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক-সাইফুল ইসলাম হৃদয়,যুগ্ন-সাধারণ সম্পাদক,মোঃ ফয়সাল। সহ-সাধারণ সম্পাদক, সায়েম উদ্দিন আকাশ। সাংগঠনিক সম্পাদক- মোঃ নেজাম উদ্দিন। সহ-সাংগঠনিক শাহারিয়ার হাসান সামির, প্রচার সম্পাদক-মোঃ রায়হান, দপ্তর সম্পাদক-
হাসনাত ইমন, সমাজ কল্যান সম্পাদক-নুরুল আবছার,শিক্ষা বিষয়ক সম্পাদক-রাকিবুল হাসান,ক্রীড়া বিষয়ক সম্পাদক-ফরহাদ ইসলাম,অর্থ বিষয়ক সম্পাদক-আরিফুল ইসলাম,যোগাযোগ বিষয়ক সম্পাদক- মোঃ হান্নান, সদস্য আলমগীর,বাবু,বোরহান।
কমিটি ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।