প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১০:২২ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১০, ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ণ
কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় সাংস্কৃতিক ক্লাবের আয়োজনে ২য় কসউবিসাক অন্তঃস্কুল সাংস্কৃতিক উৎসব ২০২৫ অনুষ্ঠিত
চিটাগং ট্রিবিউন ডেস্ক
আজ শনিবার (৯ আগস্ট ২০২৫) কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শাহ্ বশির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় সাংস্কৃতিক ক্লাব কর্তৃক আয়োজিত দ্বিতীয় কসউবিসাক অন্তঃস্কুল সাংস্কৃতিক উৎসব ২০২৫। দিনের আবহাওয়া ছিল কিছুটা বৃষ্টিময়, কিন্তু প্রতিকূলতা সত্ত্বেও শিক্ষার্থীদের উপস্থিতি ও অংশগ্রহণ ছিল অনবদ্য। তাদের উদ্যম, প্রাণশক্তি ও সাংস্কৃতিক চেতনার প্রতি গভীর ভালোবাসা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলেছে।
উৎসবের অংশ হিসেবে সকাল ৯:৩০ মিনিটে শুরু হয় রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
রচনা প্রতিযোগিতার বিষয়: “ইতিহাস ও ঐতিহ্য যে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়”
চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয়: “আমার দেখা কক্সবাজার”
পরবর্তীতে সকাল ১০:২০ মিনিটে অনুষ্ঠিত হয় উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, যার বিষয় ছিল “আমার কক্সবাজার, আমার অহংকার”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের মান্যবর প্রধান শিক্ষক জনাব রাম মোহন সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসউবি সাংস্কৃতিক ক্লাবের মডারেটর ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জামাল উদ্দিন। আরো উপস্থিত ছিলেন ক্লাবের এডভাইজার মিজান রহমান (শিক্ষার্থী, কক্সবাজার মেডিকেল কলেজ) ও রাদিফুল হক রাদিফ (শিক্ষার্থী, সেন্ট জোসেফ কলেজ)।
বিচারকার্য শেষে সকাল ১১:২০ মিনিটে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষে উপস্থিত শিক্ষার্থীদের কাছ থেকে মতামত গ্রহণ করা হয়। তারা জানান, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন তাদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং দলগত চেতনা বৃদ্ধি করে। পাশাপাশি তারা ইতিহাস, শিল্প ও সাহিত্যকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ পান। অনেক শিক্ষার্থী আরও বড় পরিসরে এবং অধিক বিদ্যালয়ের অংশগ্রহণে এই ধরনের উৎসবের আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন, "সাংস্কৃতিক চর্চা কেবল বিনোদন নয়, এটি শিক্ষার্থীদের সৃজনশীলতা, চিন্তাশক্তি ও দেশপ্রেমকে উজ্জীবিত করে। এমন আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে তোলে।"
কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় সাংস্কৃতিক ক্লাবের মডারেটর জানান, শিক্ষার্থীদের মাঝে সাহিত্য, শিল্প ও বক্তৃতার ক্ষেত্রগুলোতে দক্ষতা বৃদ্ধির জন্য বছরব্যাপী বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজনের পরিকল্পনা রয়েছে।
বৃষ্টির দিনে এমন প্রাণবন্ত অংশগ্রহণ প্রমাণ করে, কক্সবাজারের শিক্ষার্থীরা কেবল পড়াশোনায় নয়, সংস্কৃতিচর্চাতেও সমান অনুরাগী। এই উৎসবের সাফল্য ভবিষ্যতের সাংস্কৃতিক যাত্রায় একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করে: কসউবি সাংস্কৃতিক ক্লাব এক্সিকিউটিভ কমিটি ২০২৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত