শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

কক্সবাজার স্টুডেন্টস ফোরাম, ঢাবি: ২০২৫ সালের নির্বাচন সম্পন্ন

করিম উল্লাহ-ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কক্সবাজার জেলার শিক্ষার্থীদের সংগঠন “কক্সবাজার স্টুডেন্টস ফোরাম,ঢাবি” এর ২০২৫ সালের সাধারণ নির্বাচন অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর আড়াইটা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ঢাবির ডাকসু সংলগ্ন কলাভবন ক্যাফেটেরিয়ায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি পদে নির্বাচন করেন, মোর্তজা হোছাইন শাফি ও মোস্তফা আহমদ। সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেন, মোঃ এমরান খান ও তামিম আহসান এবং সাংগঠনিক পদে নির্বাচন করেন রিদুয়ান ইসলাম রানা ও শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন।

নির্বাচন কমিশনের তথ্য মতে, টোটাল ভোটার সংখ্যা ছিল ৩৩০ কিন্তু কাস্টিং হয়েছে ২৩৬ ভোট অর্থাৎ ৭১.৫৫% ভোট কাস্টিং হয়েছে।

নির্বাচনে ১৩৭ ভোট পেয়ে “গাঙচিল” মার্কা নিয়ে সভাপতি পদে জয়লাভ করেন দর্শন বিভাগের শিক্ষার্থী মোর্তজা হোছাইন শাফি, ১২০ ভোট পেয়ে “ঝাউ গাছ” মার্কায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ এমরান খান এবং ১২৯ ভোট পেয়ে “পান মার্কায়” সাংগঠনিক পদে নির্বাচিত হন রিদুয়ান ইসলাম রানা।

সন্ধা ৬ টায় নির্বাচন কমিশন, প্রিজাইডিং অফিসার ও অন্যান্য দায়িত্বশীলদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার “জয়নাল উদ্দিন” ফলাফল ঘোষণা করেন।

সর্বাধিক পঠিত