৪ জুলাই-২০২৫ ‘আমার দেশ’ পত্রিকায় প্রকাশিত কক্সবাজার-৩ আসন সংক্রান্ত সংবাদে আমরা বিস্মিত এবং ক্ষুব্ধ। এই সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি ।
প্রকৃতপক্ষে এই আসনটি ঐতিহ্যগতভাবে বিএনপির দুর্গ ,এই দুর্গের প্রধান কাণ্ডারী কক্সবাজার জেলা বিএনপি পরিবারের বটবৃক্ষ, কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনতার জননেতা লুৎফুর রহমান কাজল ।
তিনি ইতোপূর্বে এই আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন তিনি ছিলেন দলের দূঃসময়ে পরীক্ষিত, সাহসী ও তৃণমূলনির্ভর জননেতা তাঁর নেতৃত্বে কক্সবাজার-৩ আসন এর প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড এবং উপজেলা ছিল সংগঠিত, শক্তিশালী ও সক্রিয়।
কিন্তু দুঃখের বিষয়, এই সংবাদে এক বহিষ্কৃত ও সংস্কারপন্থী ব্যক্তিকে যিনি দীর্ঘ ১৫/১৬ বছর ধরে বিএনপির রাজনীতি থেকে বিচ্ছিন্ন, দলের কোনো কর্মকাণ্ডে অংশ নেননি, এমনকি ১/১১’র সময় দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি হাস্যকর এবং বিভ্রান্তিকর।
সেই ব্যক্তি হলেন ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান। যিনি বিএনপির বিপক্ষে দাঁড়িয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন তিনি কখনো বিএনপির সক্রিয় রাজনীতিতে অংশ নেননি বরং ভাই মরহুম খালেকুজ্জামানের মৃত্যুর আবেগকে পুঁজি করে উপনির্বাচনে জিতে যান এবং এরপর থেকে সংগঠনকে ধ্বংস করেছেন, গুটিকয়েক সুবিধাভোগীদের নিয়ে দলবিরোধী গ্রুপ তৈরি করেছেন, মৌসুমি পাখির মতো নির্বাচন মৌসুমে উঁকি মারার চেষ্টা করেন।
এই সংবাদে তার নাম ঘুরেফিরে তুলে ধরার পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে মনে করি আমরা, সাংবাদিকতা একটি স্বাধীন পেশা, কিন্তু কারো পক্ষ নিয়ে অপপ্রচার চালানো কখনোই পেশাদারিত্ব নয় ।
আমরা স্পষ্ট করে বলছি—
# কক্সবাজার-৩ আসনে বিএনপির একক, যোগ্য, পরীক্ষিত ও জনপ্রিয় প্রার্থী হলেন সাবেক এমপি লুৎফুর রহমান কাজল।
# তিনিই দলীয় হাইকমান্ডের আস্থা ও তৃণমূলের ভালোবাসা নিয়ে আবারও এই আসনে নেতৃত্ব দিবেন।
# তৃণমূলের কর্মীরা জানে দূঃসময়ের সাহসী নাবিক কারা আর বিশ্বাসঘাতক কারা।
সংবাদপত্রে এইরকম পক্ষপাতদুষ্ট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো বন্ধ হোক , তৃণমূল রাজনীতি ও নেতাকর্মীদের রক্ত-ঘামে গড়া সংগঠনের মর্যাদা রক্ষার দায়িত্ব আমাদের সকলের।
(আমাদের দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান কক্সবাজার মামলায় হাজিরা দিতে আসায়, তখন লূৎফুর রহমান কাজল ভাই ওনার ছায়া সঙ্গী হয়ে সার্বক্ষণিক সাথে ছিলেন)
প্রতিবাদকারী
জাবেদ ইকবাল
সিনিয়র সহসভাপতি, জাতীয়তাবাদী যুবদল, কক্সবাজার জেলা শাখা।