কথা রাখেনি এনসিপি, খালেদা জিয়ার আসনে শাপলা কলির প্রার্থী

চিটাগং ট্রিবিউন ডেস্ক
গত নভেম্বরের শুরুতেই এনসিপি ঘোষণা দিয়েছিল, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না দলটি। কিন্তু সেই কথা রাখেনি দলটি।
নভেম্বরের ৩ তারিখে বিএনপি প্রথম ধাপে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করে। এর একদিনের মাথায় ৪ নভেম্বর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছিলেন, তার দল প্রার্থী দেবে না খালেদা জিয়ার বিরুদ্ধে। তাতে দলটি প্রসংশসা-ও কুড়িয়েছিল নেটিজেনদের কাছ থেকে।
তবে, আজ বুধবার (১০ ডিসেম্বর) এনসিপি যে ১২৫টি আসনে প্রার্থী দিয়েছে, তাতে দেখা গেছে, দিনাজপুর-৩ আসনে শাপল কলির প্রার্থী আ হ ম শামসুল মুকতাদির। তিনি এনসিপির দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক।
আসনটিতে ধানের শীষ নিয়ে লড়ার কথা খালেদা জিয়ার। বিএনপি ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী, ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে ভোট করবেন তিনি।
এছাড়া, এই আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মইনুল আলম।