প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ৫:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৫, ৭:৩৭ অপরাহ্ণ
কর্ণফুলী নদীতে অভিযান, ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
বোয়ালখালী প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ১২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করে বোয়ালখালী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর।
এর নেতৃত্ব ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ ও উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ নাঈম হাসান।
উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ নাঈম হাসান বলেন, অভিযান চালিয়ে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ১২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানের পর জব্দ করা কারেন্ট জাল উপস্থিত জনতার সামনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
এ অভিযান পরিচালনায় সহযোগিতা করে থানা পুলিশের একটি টিম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত