নিজস্ব প্রতিবেদক
কুতুবদিয়ায় জুলাই যোদ্ধা মোহাম্মদ আবান (২০) এর ঘর পুড়িয়ে দিয়ে পরিবার সদস্যের উপর হামলার অভিযোগ উঠেছে।
শনিবার (১৪ জুন) দিবাগত রাত ১২ টায় কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মগলাল পাড়ায় এই ঘটনা ঘটে।
আগুন দিয়ে যাওয়ার সময় জিয়া সাইবার ফোর্সের কুতুবদিয়া উপজেলার আহ্বায়ক মোহাম্মদ হেশাম ও কক্সবাজার আদালতের আইনজীবী সহকারী আবদুল মজিদের নেতৃত্বে পুলিশের উপস্থিতেই মোহাম্মদ আবানের পিতা ছলিম উল্লাহ'র সহ পরিবার অন্য সদস্যের হামলা করে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁচেছে পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হকের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে।
মোহাম্মদ আবান জুলাই আন্দোলনে অবদান রাখায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কতৃক স্বীকৃত জুলাই যোদ্ধা। বর্তমান সে পড়াশোনার পাশাপাশি কক্সবাজারের একটি স্থানীয় পত্রিকায় সাংবাদিকতার চর্চা করে আসছে।