শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

ক্যাম্পাসে তরুণ উদ্যোক্তার কর্মসংস্থানের গল্প: রাফিনের পথচলা

চবি প্রতিনিধি- মেহেদী হাসান

রাফিন,শিক্ষা ও গবেষণা ইন্সস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

তরুণ বয়সে স্বপ্ন দেখার পাশাপাশি সেই স্বপ্ন বাস্তবায়নের পথে অদম্য প্রচেষ্টা চালানো মানুষদের মধ্যে একজন রাফিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাফিন, যার গল্প শুধু আত্মনির্ভরতার নয়, বরং ক্যাম্পাসের অন্যান্য শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত।

স্বাধীনচেতা মনোভাবের কারণে শহরে গিয়ে টিউশনি করে নিজের খরচ জোগানো রাফিনের পক্ষে সময়সাপেক্ষ এবং কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে, তিনি ক্যাম্পাসেই একটি উপার্জনের পথ খুঁজতে থাকেন। তখনই ইন্সটিটিউটের বড় ভাই জাহেদ ভাই ও রহিম ভাইয়ের সহযোগিতায় তিনি ক্যাম্পাস ডাইন রেস্টুরেন্টের অংশীদারিত্বে যুক্ত হন। এর আগে, একটি ডেলিভারি প্রজেক্টের মাধ্যমে কর্মজীবনের প্রাথমিক অভিজ্ঞতা অর্জন করেন।

নিজের আর্থিক সমস্যা কাটিয়ে উঠার পাশাপাশি রাফিনের লক্ষ্য ছিল তার মতো আর্থিক সমস্যায় ভোগা মেধাবী শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা। তিনি বিশ্বাস করেন, এমন অনেক শিক্ষার্থী আছেন যারা হলে সীট পান না বা টিউশনির মতো কাজ খুঁজতে গিয়ে ভোগান্তির শিকার হন। তাদের জন্য রাফিন ক্যাম্পাস ডাইনের কাজের সুযোগ তৈরি করতে চেয়েছেন।

ক্যাম্পাস ডাইন রেস্টুরেন্ট এখন শুধুমাত্র একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, এটি ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য একটি আস্থার জায়গা। রাফিন এবং তার দল এখানে কর্মসংস্থানের মাধ্যমে শিক্ষার্থীদের আর্থিক স্বাধীনতা অর্জনে সহায়তা করছে।

রাফিনের ভবিষ্যৎ লক্ষ্য হলো এই উদ্যোগকে আরও সম্প্রসারিত করা, যাতে আরও বেশি শিক্ষার্থী উপকৃত হতে পারেন। বন্ধু, সিনিয়র এবং জুনিয়র যাদের কাজের অভাব রয়েছে, তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোই তার পরবর্তী পরিকল্পনা।

রাফিনের এই গল্প একজন তরুণ উদ্যোক্তার সংগ্রাম, সাফল্য এবং সমাজের প্রতি দায়বদ্ধতার প্রতীক। তিনি তার আত্মনির্ভরতার মাধ্যমে যেমন নিজের সমস্যা সমাধান করেছেন, তেমনি অন্যদের জন্যও আলোর পথ দেখাচ্ছেন। তার এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্বাবলম্বিতার একটি উদাহরণ হয়ে থাকবে।

সর্বাধিক পঠিত