শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

খাগড়াছড়িতে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

এম মহাসিন মিয়া

তারিখ: ২৩ অক্টোবর ২০২৪

খাগড়াছড়িতে আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে জেলা সাংবাদিকদের জন্য অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকালে খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন কার্যালয়ের অডিটোরিয়ামে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের। এছাড়াও উপস্থিত ছিলেন ডা. উৎপল চাকমা এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ইপিআই সদর দপ্তর, ঢাকা-এর আয়োজনে এই সভায় জানানো হয় যে, এইচপিভির টিকা পঞ্চম থেকে নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে থাকা কিশোরীদেরও বিনামূল্যে প্রদান করা হবে।

আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে এই ক্যাম্পেইন চার সপ্তাহব্যাপী চলবে। প্রথম দুই সপ্তাহে এই টিকা প্রদান করা হবে স্থায়ী শিক্ষাপ্রতিষ্ঠান ও কেন্দ্রসমূহে। পরবর্তী দুই সপ্তাহে অস্থায়ী ও স্থায়ী কমিউনিটি কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।

প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ৩টা ৩০ মিনিট পর্যন্ত এই কর্মসূচি চলবে, তবে সরকারি ছুটি এবং শুক্রবারে কার্যক্রম বন্ধ থাকবে।

এই উদ্যোগের মাধ্যমে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

সূত্র: খাগড়াছড়ি জেলার, দিঘিনালা উপজেলা প্রতিনিধি, এম মহাসিন মিয়া।

 

সর্বাধিক পঠিত