
এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়িতে ছয়শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি রিজিয়ন।
বৃহস্পতিবার সকাল ১১টায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের মাঠে ছয়শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন, ২০৩ পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। এ সময় সাথে ছিলেন, রিজিয়নের জিএসও-২ মেজর মো. জাবির সোবহান মিয়াদ।
শীতবস্ত্র বিতরণ শেষে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন সবসময় বিভিন্নভাবে এ অঞ্চলের সকল সম্প্রদায়ের মানুষের পাশে ছিলেন। তারই ন্যায় জেলা শহর ও আশপাশের এলাকার ছয়শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। আমাদের আওতাধীন জোন গুলোতেও শীতবস্ত্র পাঠিয়ে দেয়া হয়েছে শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য। যারা শীতবস্ত্র পায়নি তাঁদের বাসায় নিয়ে শীতবস্ত্র পৌঁছে দিবে সেনা সদস্যরা। এবং ভবিষ্যতেও খাগড়াছড়ি রিজিয়নের এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
খাগড়াছড়ি সেনা রিজিয়নের পক্ষ থেকে শীতবস্ত্র পেয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন শীতার্ত মানুষেরা।