
খাগড়াছড়িতে জাবারাং কল্যান সমিতির প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত
এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়িতে IFAD এর ST-NRM প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে প্রকল্প পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে জেলা সদরের হোটেল গাইরিংয়ের কনফারেন্স রুমে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা জাবারাং কল্যান সমিতির আয়োজনে প্রকল্পের আওতাতাধীন সুবিধাভোগী ও মাঠ পর্যায়ের সেচ্ছাসেবীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাবারাং কল্যান সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ বাছিরুল আলম, হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম প্রমূখ।
সভায় ST-NRM প্রকল্পের দাতা সংস্থা TEBTEBBA FUNDATION কতৃক জুলাই-২৪ থেকে মে-২৬ পর্যন্ত ২ বছর মেয়াদের প্রকল্পের কার্যক্রম ও বিগত সময়ের সাফল্যের চিত্র তুলে ধরা হয়। এই ২ বছরে সংস্থাটি জেলা সদর উপজেলার কয়েকটি গ্রাম এবং মাটিরাঙ্গা উপজেলার কয়েকটি গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে কাজ করছে।
মূলত সংস্থাটি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্থিতি খাদ্য ব্যবস্থা এবং টেকসই প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার জন্য আদি ফসল ও টেকসই চিরায়ত প্রযুক্তির পুনরুজ্জীবন নিয়ে কাজ করে থাকে। যা জাবারাং কল্যান সমিতি বাস্তবায়ন করে থাকে।