
এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি) প্রতিনিধি।
খাগড়াছড়িতে ট্যুরিস্ট বাস উল্টে অন্তত ২০ জন পর্যটক আহত হয়েছে। এরমধ্যে কয়েকজনের পা ভেঙ্গেছে, বাকিদের অবস্থা বেশি গুরুতর নয়।
বৃহস্পতিবার সকালে জেলার আলুটিলা পর্যটন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্টে যাওয়া বাসে থাকা একাধিক পর্যটক জানান, অনলাইন ভিত্তিক ট্যুর গ্রুপের সাথে তাঁরা ঢাকার বিভিন্ন জায়গা থেকে খাগড়াছড়িতে ভ্রমণে আসছিলেন। আলুটিলা হয়ে খাগড়াছড়ি শহরের দিকে আসার পথে ট্যুরিস্ট বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের সাথে ধাক্কা লাগে৷ পরে বাসটি উল্টে সড়কে পড়ে যায়।
খাগড়াছড়ি ট্রাফিক পুলিশ সূত্রে জানাযায়, ট্যুরিস্ট বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের সাথে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। এতে বাসে থাকা ২০ জন পর্যটক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন, তাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের সাথে ধাক্কা লাগে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল বাতেন মৃধা জানান, আহতদের মধ্যে ৩জন বেশি গুরুতর, তাদের পা ভেঙ্গে গেছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এবং বাসটি সড়কের ওপর উল্টে যাওয়ার কারণে উভয় প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় উদ্ধার কাজ সম্পূর্ণ হলে যানচলাচল স্বাভাবিক হয়।