
এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি)
খাগড়াছড়িতে ইসকন সংগঠক ও বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি সদরের শাপলা চত্বর সংলগ্ন মুক্ত মঞ্চের সামনে খাগড়াছড়ি জাগো হিন্দু পরিষদের আয়োজনে সংগঠনের জেলা সমন্বয়ক জনি দে হিমু’র নের্তৃত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ইসকন সংগঠক ও বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করেন বিক্ষোভকারীরা।