
এম মহাসিন মিয়া (খাগড়াছড়) প্রতিনিধি।
খাগড়াছড়িতে ২০ টিরও বেশি মামলার আসামী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, বার এসোসিয়েশনের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য আশুতোষ চাকমাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত পৌনে ৮টার দিকে জেলা শহরের মধুপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে খাগড়াছড়ি সদর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন, সদর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল বাতেন মৃধা।
জানাযায়, আশুতোষ চাকমা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ছিলেন।
গত ৪ আগস্ট খাগড়াছড়িতে ছাত্র জনতার উপর সন্ত্রাসী হামলা এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা সহ খাগড়াছড়ি সদর থানা সহ জেলার বিভিন্ন থানায় ২০ টিরও বেশি মামলা রয়েছে আশুতোষ চাকমা নামে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল বাতেন মৃধা জানান, শনিবার রাত পৌনে ৮টার দিকে জেলা শহরের মধুপুর এলাকার তার নিজ বাড়ি থেকে আশুতোষ চাকমাকে গ্রেপ্তার করা হয়। খাগড়াছড়ি সদর থানাসহ বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে অন্তত ২০টিরও অধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে তোলা হবে বলে জানান তিনি।