প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১১:৫৭ অপরাহ্ণ
খাগড়াছড়ি-গুইমারায় সহিংসতা: অবশ্যম্ভাবী দাঙ্গা প্রতিহত করেছে সেনাবাহিনী
চিটাগং ট্রিবিউন ডেস্ক
খাগড়াছড়ি ও গুইমারায় গত দুইদিনের সহিংসতায় ইউপিডিএফ ও এর অঙ্গসংগঠনের সশস্ত্র হামলায় সেনাবাহিনীর ৩ কর্মকর্তা ও ১০ সদস্যসহ বহু মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী টানা অভিযান চালায়।
সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ইউপিডিএফ পরিকল্পিতভাবে পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়ার চেষ্টা করলেও ধৈর্য্য ও মানবিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে একটি অবশ্যম্ভাবী দাঙ্গা প্রতিহত করা সম্ভব হয়েছে।
২৭ সেপ্টেম্বর খাগড়াছড়ি পৌর এলাকায় দাঙ্গা-হাঙ্গামা, গুলি, ভাঙচুর ও অ্যাম্বুলেন্সে হামলার পর প্রশাসন ১৪৪ ধারা জারি করে। ২৮ সেপ্টেম্বর সকালে গুইমারার রামসু বাজার এলাকায় ফের সংঘর্ষে ইউপিডিএফ কর্মীরা পাহাড় থেকে স্বয়ংক্রিয় অস্ত্রে ১০০-১৫০ রাউন্ড গুলি চালায়।
এসময় বহিরাগত দুষ্কৃতিকারীরা বাজার ও বাড়িঘরে অগ্নিসংযোগ করে। বিকেলে অতিরিক্ত সেনাদল মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সেনাবাহিনী জানিয়েছে, ইউপিডিএফ নারী ও স্কুলগামী শিশুদের জোর করে নাশকতায় যুক্ত করছে এবং বহিরাগত সন্ত্রাসীদের অস্ত্রসহ এলাকায় ঢোকাচ্ছে। আজ বিকালে কাপ্তাইয়ে বিজিবি বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করেছে।
বিবৃতিতে সেনাবাহিনী সকল জাতিগোষ্ঠী ও রাজনৈতিক নেতাদের সংযত থাকার আহ্বান জানিয়ে বলেছে, অপপ্রচার-উসকানি সত্ত্বেও পার্বত্য চট্টগ্রামের শান্তি ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে সেনাবাহিনী প্রস্তুত।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত