
সাইদুর রহমান শিমুল
কক্সবাজার পৌরসভার বাদশাঘোনা এলাকার একমাত্র খেলার মাঠটি এখন ময়লা-আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। পৌরসভার ময়লা ফেলার জায়গা হিসেবে ব্যবহৃত হওয়ায় মাঠটির স্বাভাবিক ব্যবহার প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অথচ এই মাঠেই আগামী ২৫ মে আয়োজন করা হয়েছে একটি মিনিবার ফুটবল টুর্নামেন্ট। কিন্তু মাঠের বর্তমান করুণ অবস্থা নিয়ে চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় খেলোয়াড়, আয়োজক এবং এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, পৌরসভার দায়িত্বশীলদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হলেও ময়লা অপসারণে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। প্রতিদিনই আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু মাঠের পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ফলে টুর্নামেন্ট আয়োজন নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
এলাকাবাসীর পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে ময়লা সরানোর জোর দাবি জানানো হয়েছে। স্থানীয় ছাত্রদল নেতা নজরুল ইসলাম বলেন, ‘‘এটাই আমাদের এলাকার একমাত্র মাঠ। খেলাধুলার জন্য শিশু-কিশোরদের যেটুকু সুযোগ দিতে পারি, সেটাও যদি এভাবে নষ্ট হয়ে যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে?’’
তিনি আরও বলেন, ‘‘আমরা টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছি। কিন্তু মাঠের এমন অবস্থা দেখে হতাশ হচ্ছি। এটা পুরো এলাকাবাসীর জন্য দুঃখজনক। অবিলম্বে ময়লা অপসারণের জোর দাবি জানাচ্ছি।’’
এ বিষয়ে পৌরসভার কোনো দায়িত্বশীল ব্যক্তির তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, মাঠের মর্যাদা রক্ষা করতে এবং তরুণ সমাজকে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে দিতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।