প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১০:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৫, ২০২৫, ৫:৩৮ অপরাহ্ণ
গণঅভ্যুত্থান দিবসে শহীদদের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিল গণতান্ত্রিক ছাত্রসংসদ
নিজস্ব প্রতিবেদক
৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কক্সবাজার জেলা শহরে শহীদদের কবর জিয়ারত ও তাঁদের পরিবারের খোঁজখবর নিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, কক্সবাজার জেলা শাখা।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশের গৌরবময় ইতিহাস ও আদর্শ রক্ষায় তাঁরা সবসময় সক্রিয় থাকবে। একই সঙ্গে শহীদ পরিবারগুলোর পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।
গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতারা বলেন, "গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ মানেই নতুন প্রজন্মকে গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে উদ্বুদ্ধ করা।"
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত