শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে ঈদগাহ প্রেসক্লাব এর তীব্র নিন্দা ও প্রতিবাদ!

সংবাদ বিজ্ঞপ্তিঃ

গাজীপুরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জনসম্মুখে সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাহ প্রেসক্লাব নেতৃবৃন্দ। একই সাথে এই জঘন্য হত্যাকাণ্ডে সাথে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিবৃতিতে ঈদগাহ প্রেসক্লাব নেতৃবৃন্দরা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ছিলেন একজন সৎ, সাহসী এবং আপসহীন সাংবাদিক। তিনি সাহসের সাথে সমাজের অনিয়ম, দুর্নীতিসহ বিভিন্ন অসঙ্গতি তুলে ধরতেন। তাতে কিছু স্বার্থান্বেষী মহল ক্ষুব্ধ হয়ে তুহিনকে নির্মম ভাবে হত্যা করে। স্বাধীন দেশে সাংবাদিকতা করতে গিয়ে এই রকম নিন্দনীয় ও জঘন্য হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেয়া যায় না। এই হত্যাকান্ড স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। আমরা এই নির্মম হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারে কাছে জোর দাবি অবিলম্বে সাংবাদিক তুহিনের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

ঈদগাহ প্রেসক্লাব এর পক্ষে সভাপতি বশিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ আশফাক উদ্দীন আরফাতসহ গিয়াস উদ্দিন, সায়মন সরওয়ার কায়েম, আনাছুল হক, রিয়াজ উদ্দিন রিয়াদ, আবু বক্কর, আব্দু রহমান, গিয়াস উদ্দিন রবিন, মোজাফফর আহমদ, রবিউল আলম রবি এবং তাহসিন মেহেরাব শাওন, গত ৩১ জুলাই বৃহস্পতিবারে গাজীপুরে জনসম্মুখে নির্মম হত্যাকান্ডের শিকার হওয়া শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ তার শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সর্বাধিক পঠিত