শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

গেস্ট হাউসে সাংবাদিক পরিচয়ে তল্লাশি,হান্নান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক 
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় একটি গেস্ট হাউসে সাংবাদিক পরিচয়ে ক্যামেরা নিয়ে তল্লাশি চালানো এবং তা ভিডিও করে সামাজিক মাধ্যমে প্রকাশের ঘটনায় হান্নান রহিম তালুকদার (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) রাত ১০টার সময় কোতোয়ালী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গত ১লা মে আনোয়ারার পারকি সমুদ্রসৈকতে চট্টগ্রাম নগরে কর্মরত পেশাদার  সাংবাদিকদের সম্মিলনী অনুষ্ঠান বানচালেও জড়িত ছিলেন সাংবাদিক নামধারী ওই ব্যক্তি।হান্নান রহিম গত বছরের ৫ আগস্টের পর থেকে নিজেকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য পরিচয় দিতেন। তবে চান্দগাঁওয়ের ঘটনার পর ‘ক্লাব অন্তর্বর্তী কমিটি’ বলছে তিনি সদস্য নন!
গ্রেপ্তার হান্নান রহিম তালুকদার আনোয়ারা উপজেলার পরৈকোরা ইউনিয়নের হাজী মফজল আহমদের ছেলে। বর্তমানে চান্দগাঁও থানার খরমপাড়া ডীপুটি আবাসিক রোড এলাকায় বসবাস করছেন।গত ১৪ জুন তার ফেসবুক আইডি থেকে একটি ১৫ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিও প্রচারিত হয়। সেখানে দেখা যায়—তিনি ক্যামেরা ও মাইক্রোফোন হাতে গেস্ট হাউসের কক্ষে কক্ষে গিয়ে অতিথিদের নাম-পরিচয় জানতে চান এবং এক দম্পতির কাছে বিয়ের প্রমাণ দাবি করেন।ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় ওঠে। অনেকেই বিষয়টিকে হয়রানি ও ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ হিসেবে দেখছেন এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।হান্নান নিজেকে ‘দৈনিক চট্টগ্রাম সংবাদ’-এর সম্পাদক ও ‘সিএসটিভি২৪’-এর চেয়ারম্যান দাবি করলেও এসব প্রতিষ্ঠানের আইনি বৈধতা নেই।চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন জানান, সাংবাদিক পরিচয়ে এ ধরনের তল্লাশি বেআইনি। তাকে ধরা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বাধিক পঠিত