শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান: ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

নুরুল আলম
কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে সেনা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে এ অভিযান চালানো হয়।
আটক যুবকের নাম মো. আব্দুল্লাহ (২০)। তিনি উখিয়ার লেদা ক্যাম্পের (এলএমএস-২৪, ব্লক-সি) বাসিন্দা। সেনা গোয়েন্দা মাঠকর্মীদের সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় আব্দুল্লাহ অভিনব কায়দায় পেটের ভেতরে ইয়াবা লুকিয়ে পাচারের চেষ্টা করছিলেন বলে জানা যায়।
পরবর্তীতে সেনাবাহিনীর ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (৯ ইবি) ক্যাম্পে নিয়ে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তার শরীর থেকে ৪৭ প্যাকেটে মোড়ানো মোট ২ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে মাদকদ্রব্যসহ কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, আটক যুবক একটি সংঘবদ্ধ ইয়াবা পাচারকারী চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা অভিনব কৌশলে কক্সবাজার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা পাচার করে আসছিল। তিনি বলেন, “মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক গডফাদারদের ধরতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”
কক্সবাজারে চলমান যৌথ বাহিনীর এই অভিযানে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।

সর্বাধিক পঠিত