প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১১:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৪, ২০২৫, ৬:০৮ অপরাহ্ণ
গ্রেফতারের পর হাতকড়াসহ পালালো আওয়ামী লীগ নেতা
চিটাগং ট্রিবিউন ডেস্ক
হবিগঞ্জের বানিয়াচংয়ে জুলাই অভ্যুত্থানের ৯ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদকে গ্রেফতারের পর হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে বানিয়াচং থানা পুলিশ তাকে উপজেলার বাতাকান্দী গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি একই ইউনিয়নের নৌকা প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারের পর নৌকাযোগে থানায় আনার সময় নিজ বাড়ির সামনের হাওরে হঠাৎ নৌকা থেকে লাফিয়ে হাতকড়াসহ পালিয়ে যান আব্দুল মজিদ। খবর পেয়ে বানিয়াচং থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আশপাশের কয়েকটি গ্রাম ঘিরে ফেলে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে পুনরায় গ্রেফতার করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত