শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

চকরিয়ায় জমি বিরোধে জামায়াতের নেতাকে হত্যা, হত্যাকাণ্ডের ১ ঘণ্টার মধ্যে হত্যাকারী আটক

রাজু দাশ (চকরিয়া প্রতিনিধি)

কক্সবাজার জেলার চকরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আরিফুল ইসলাম (৪৮) নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন খায়রুল আলম (৪০) নামে একজন। এক ঘণ্টার মধ্যেই হত্যাকারী সুজন মিয়াকে (৪০) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) দুপুর পৌনে বারোটার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের হাছিমার কাটাস্থ সিকদার পাড়ায় এই ঘটনা ঘটে।

এদিকে, নিহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর চালায়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।

নিহত আরিফুল ইসলাম সিকদার পাড়ার আলতাফ আহমদ চৌধুরী ছেলে। তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর কৈয়ারবিল ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত ছিলেন।

আহত খায়রুল আলম জামাল হোসেন চৌধুরী ছেলে। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত আরিফুল ইসলামের পরিবারের সঙ্গে হত্যাকারী সুজনের পরিবারের জমিজমার ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মঙ্গলবার সকালে একই এলাকার রাজু মিয়া বৈদ্যের ছেলে সুজন মিয়া ধারালো ছুরি দিয়ে উপর্যপুরি শরীরের একাধিক স্থানে আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় আরিফুল ইসলামের। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে ছুরিকাঘাত করেন খায়রুলকেও। পরে হত্যাকরূ সুজন পালিয়ে একটি বাড়িতে আত্মগোপনে চলে যান। এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে সেনাবাহিনী ও পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রিদুয়ানুল হক জানান, নিহত আরিফুল ইসলামের পরিবারের সঙ্গে সুজনের পরিবারের জায়গা-জমি নিয়ে বিরোধ আছে। এর জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের লাশ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত সুজন মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

সর্বাধিক পঠিত