
রাজু দাশ, চকরিয়া প্রতিনিধি
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্য নিয়ে কক্সবাজার জেলার চকরিয়ায় তিনদিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে।
রোববার (২৫ মে) সকালে সাড়ে ৯ টার দিকে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি অফিস চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ মেলা চলবে আগামী ২৭ তারিখ পর্যন্ত। মেলায় ভ্রাম্যমাণ ভূমি সেবা ক্যাম্পেইন, ডকুমেন্টারি প্রচার ও তথ্য কাম-সেবা বুথ স্থাপন করা হয়েছে, যাতে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত সব তথ্য ও সেবা পাওয়া যাবে।
ভূমি মেলা উপলক্ষে আয়োজিত জনসচেতনতামূলক আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আরিফ উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ার আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহনাজ ফেরদৌসী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াসিন আরাফাত, চিরিংগা ইউনিয়ন উপ-সহকারী কর্মকর্তা আবুল মনছুর, চকরিয়া প্রেসক্লাবে সভাপতি এম ওমর আলী, উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথসহ উপজেলার বিভিন্ন দফতর কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা- কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগ ও সহজসাধ্য অনলাইন সেবা নিশ্চিতের মধ্য দিয়ে জনগণের মাঝে ভূমি সচেতনতা বাড়ানোই এ মেলার মূল উদ্দেশ্য।
তিনি আরও বলেন, জনবান্ধব ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগসমূহ, সেবা গ্রহীতাদের প্রাপ্তিসমূহ, ভবিষ্যৎ ভূমি ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা ই-নামজারির আবেদন প্রক্রিয়া, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ সকল ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা সংক্রান্ত বিষয়ে ব্যাপক ধারণা দেয়া হবে মেলায়। তাছাড়া ডাকযোগে ভূমি সেবা-মৌজা ম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর, অনলাইনে খতিয়ান প্রাপ্তি, ভূমি সেবা সম্পর্কে অভিযোগ জানাতে বা ভূমি সেবা সংক্রান্ত যে কোন বিষয় জানতে সেবা প্রার্থীদের মাঝে সচেতন বৃদ্ধি করা হবে। এতে জনগণের হয়রানি কমবে এবং ভূমি প্রশাসনের প্রতি আস্থা বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তিন দিন উপজেলা ভূমি অফিস কার্যালয় প্রাঙ্গণে সেবা প্রার্থীদের সহযোগীতার জন্য ৪টি স্টল স্থাপন করা হয়েছে। উক্ত সেবা প্রদান স্থানে বিভিন্ন প্রকার সচেতনতামূলক প্ল্যাকার্ড, ব্যানার, পোস্টার ছাঁটানো হয়েছে।