রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫

চকরিয়ায় বন্যপ্রাণী আক্রমণে ১৩ জন ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ

রাজু দাশ, চকরিয়া প্রতিনিধি
কক্সবাজার জেলার চকরিয়ায় সম্প্রতি বন্যপ্রাণীর আক্রমণে বসতবাড়ি ক্ষয়ক্ষতি ও মানুষ হতাহতের ঘটনায় ১৩ জনকে ক্ষতিপূরণের চেক বিতরণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি হাতে নেয় বন বিভাগ।
বুধবার (২৫ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনদের হাতে চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বন্যপ্রাণী দ্বারা ক্ষতিগ্রস্ত ১৩ জনকে ৬ লাখ ৫হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। এবং চকরিয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত ছাত্র-ছাত্রীদের মাঝে বন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন ফলজ, বনজ ও ওষুধী চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের আয়োজিত আলোচনা ও চেক বিতরণ বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।
কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আরিফ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলামসহ প্রমূখ।
ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, হাতির বসতিস্থলে মানুষ বসবাসের কারণে বন্য প্রাণীর অস্তিত্ব যেমন বিলিন হতে চলেছে তেমনী প্রকৃতির ভারসাম্য হারিয়ে যাচ্ছে। এই পরিস্থিতির উত্তরণে কক্সবাজার উত্তর বন বিভাগের নানা কর্মসূচি নেয়। এর মধ্যে হাতি রেসপন্স টিম গঠন, তাঁদের প্রশিক্ষণ, সদস্যদের প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের নিয়ে বন বিভাগের কর্মচারীদের সমন্বয়ে হাতি সুরক্ষা দল গঠন করা হয়। তারা প্রতিদিন হাতি অধ্যুষিত এলাকায় টহল দেন। বিভিন্ন গ্রামে সচেতনতা সভা, বিল বোর্ড ও প্রচারপত্র বিতরণ করা হয়। আর ক্ষতিগ্রস্ত ১৩ জনের কাছে দ্রুত ক্ষতিপূরণের চেক প্রদানের উদ্যোগ নেয় বন বিভাগ।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, কক্সবাজার উত্তর বন বিভাগের উদ্যোগে বন্য প্রাণীর আক্রমণে ক্ষতিপূরণ দিয়েছে সরকার। উপজেলা বিভিন্ন বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ১৩ জনকে ৬ লাখ ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
তিনি আরও জানান, পরিবেশ রক্ষায় আরও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলফলাদি বৃক্ষ বিতরণ করা হয়।

সর্বাধিক পঠিত