প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১০:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৫, ১:২৭ পূর্বাহ্ণ
চকরিয়া সরকারি কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ ও হিরক জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা
চকরিয়া প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে চকরিয়া সরকারি কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ ও হিরক জয়ন্তী সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চকরিয়া গ্রীণ চিলি রেস্টুরেন্টে সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের প্রাক্তন ছাত্র কবি ও লেখক এমডি ফরিদুল আলম।
এতে উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন ছাত্র ও লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তাফা কাইছার, চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান, এবং চকরিয়া সরকারি কলেজের প্রভাষক মোঃ মাহফুজ আজম।
এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী চকরিয়া সরকারি কলেজের সাবেক সিনিয়র রোভার মেট মোঃ সাজ্জাদ হোসেন, সাংবাদিক জুলফিকার আলী ভুট্টো, আব্দুল মাবুদ, ফজলুল করিম, শওকত, আক্তারুল ইসলাম, রিদুয়ান হাফিজ, বেলাল উদ্দিন, সাজ্জাদ, হাবিবুর রহমান, রুবায়েত প্রমুখ।
বক্তারা বলেন, চকরিয়া সরকারি কলেজ দীর্ঘ ছয় দশক ধরে কক্সবাজার-চট্টগ্রাম অঞ্চলের শিক্ষার আলো ও শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। হিরক জয়ন্তী শুধু একটি উৎসব নয়, বরং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা এবং শিক্ষা অঙ্গনের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরার একটি সুযোগ।
সভা শেষে হিরক জয়ন্তী উদযাপনকে সাফল্যমণ্ডিত করতে আগামী শনিবার ০৪ অক্টোবর ২০২৫ কলেজ মিলনায়তনে চকরিয়া সরকারি কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ কমিটি ও বিভিন্ন উপকমিটি গঠন করা হবে এবং আয়োজন সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয় ও কলেজের সকল প্রাক্তন শিক্ষার্থীকে অংশগ্রহনের জন্য আহবান করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত